দিরাইয়ে হামলায় মুক্তিযোদ্ধা পুত্র আহত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পুত্র আহত হয়েছেন। গতকাল (১৬ জুলাই) বিকেল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর বাজারে এঘটনা ঘটে। আহত শাহিরুন মিয়া (৩০) মধুপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ঈমান আলীর পুত্র।
ঘটনার পর স্থানীয়রা আহত শাহিরুনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এঘটনায় আহত শাহিরুন মিয়া বাদী হয়ে একই গ্রামের মুলা ছত্তারের পুত্র আশ্বাদ মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষ আশ্বাদ মিয়ার মধুপুর বাজারে দোকান রয়েছে। ঘটনার ৪ দিন পুর্বে শাহিরুন মিয়ার ভাতিজা ৮ বছরের শিশু আফজল ওই দোকানে সদাই কিনতে গেলে ৫শ টাকার নোটের ভাংতি নিয়ে আশ্বাদ মিয়ার ভাই জাগির মিয়া শিশুটিকে মারধর করে। এসময় শাহিরুন মিয়া বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে শাহিরুন মিয়াকে মধুপুর বাজারে হামলা চালিয়ে মারধর করে আহত করে প্রতিপক্ষরা।
এদিকে মুক্তিযোদ্ধা পুত্রের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
দিরাই থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।