দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের বিদায়ী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ঃ সমাজসেবামুলক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক দিরাই পৌর সদরের পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচের প্রশিক্ষনার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটের প্রশিক্ষণ সেন্টারে বিদায়ী প্রশিক্ষনার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, যুব নেতা সুমন শহীদ, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, ফ্রান্স প্রবাসী সাঈদ আহমেদ, প্রশিক্ষক রতন সূত্রধর, শিপা বেগম, জলি রানী দাস, প্রশিক্ষনার্থী হোসাইন আহমদ সজীব, মুহিত কোরেশী, সুজন বিশ্বাস, অঞ্জন নন্দী, নয়ন ভট্টাচার্য, উৎফল চক্রবর্তী, মাহমুদ আহমেদ, উত্তম চন্দ্র, বর্ষা, মিমি, সাবিনা, শান্তা, নাজিফা, প্রীতি।
আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে প্রশিক্ষক রতন সূত্রধর, শিপা বেগম ও জলি দাসকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।