জাতীয়
দিরাইয়ে ৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরা হলেন, ডিপ্লোমা চিকিৎসক স্বাগতম দাস, সেবিকা অর্চনা রেবা ও শামীমা বেগম। এ নিয়ে উপজেলায় মোট ৫ জন করোনা রোগী সনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, গত ২৬ এপ্রিল দিরাই হাসপাতালে কর্মরত ১ জন ডিপ্লোমা চিকিৎসক ও ২ জন নার্সের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল। আজ জানা গেছে তারা তিনজনই করোনা পজিটিভ। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।