সারাদেশ
দিরাইয়ে আরও ৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে নতুন করে আরও ৫ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এঁরা হলেন, উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মৃত আব্দুস সামাদ শেখের পুত্র আনোয়ার হোসেন (৫৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জালাল উদ্দিন (৫৫), করোনায় নিহত উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের শৈলেন রায়ের মেয়ে শিবানি রায় (২৬) ও একই গ্রামের ঝুমা রায় (২৬), দিরাই থানা পয়েন্টের বাসিন্দা মহির উদ্দিনের পুত্র মিজানুর রহমান। আজ রোববার (১৯জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭ জন, সুস্থ হয়েছেন ৪৭ জন এবং মারা গেছেন ২ জন।