দিরাইয়ে স্যামসাং শোরুম উদ্বোধন

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের ‘গিয়াস টেলিকমে বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘স্যামসাং’ শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী, ছাত্রদল নেতা জুনায়েদ মিয়া, জাকির হোসেন প্রমুখ। গিয়াস টেলিকম স্বত্বাধিকারী মো. শাহআলম শোরুমে স্যামসাংয়ের সবধরণের কালেকশন পাবার নিশ্চয়তা প্রদান করে ব্যবসা পরিচালনায় সকলের দোয়া সহযোগিতা কামনা করেছেন।