দিরাই-চট্রগ্রাম রুটে বিআরটিসির বাস চলাচল শুরু

দিরাই প্রতিনিধি ঃ দিরাই-চট্রগ্রাম রুটে বিআরটিসির নন এসি বাস চলাচল শুরু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোশাররফ মিয়া। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সবুজ মিয়া, বিআরটিসির সিলেট বাস ডিপো’র প্রশাসনিক ইনচার্জ মো. জাবের আহমদ, শ্রমিকলীগ (বিআরটিসি) সভাপতি শমশের আলী, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র দাস প্রমুখ। বিআরটিসির দিরাই কাউন্টার পরিচালক কবীর আহমদ সরদার জানান, দিরাই পৌর সদরের কলেজ রোডস্থ মেসার্স নাহিদা গ্যাস হাউজ সংলগ্ন কাউন্টার থেকে প্রতিদিন সন্ধ্যা ৫.৫০ ঘটিকায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। টিকিটের জন্য যোগাযোগ 01718-699805। অপরদিকে চট্রগ্রাম পতেঙ্গা থানা ভবনের পার্শ্ববর্তী কাউন্টার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় দিরাইয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে। চট্রগ্রাম অফিসে যোগাযোগ, সুমন আহমদ, কাউন্টার ম্যানেজার, মোবাইল 01770- 589619।