সারাদেশ
দিরাইয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মজিবুল হকের ছেলে আজিজুল হক (২৮)। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে বিক্রি করার সময় ৫ কেজি গাঁজাসহ আজিজুল হককে হাতেনাতে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ (মঙ্গলবার) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।