সারাদেশ
দিনমজুর বিল্লাল মীরের চিকিৎসায় সহায়তার আবেদন

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের দিনমজুর বিল্লাল মীর দীর্ঘ ছয় মাস ধরে শ্বাসকষ্ট, গলাব্যাথা ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে দেখা যাচ্ছে তার শরীরে শুকিয়ে গেছে। বিল্লাল মীরের চিকিৎসার জন্য পরিবার সহায়সম্বল খুইয়েছেন। তবুও সুস্থ হয়ে উঠেননি তিনি। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেনা পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিল্লাল মীর অসুস্থ হওয়ায় শিশু বয়সের এক ছেলে, চার মেয়ে নিয়ে বিপাকে তার স্ত্রী। বাস্তুভিটা ব্যতিত কোন সম্বল না থাকায় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করাও সম্ভব হচ্ছে না তার। এই পরিস্থিতিতে স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের প্রতি হাত বাড়িয়েছেন বিল্লাল মীরের অসহায় স্ত্রী। প্রয়োজনে যোগাযোগ খিজির হোসেন 01717980499(বিকাশ পার্সোনাল)