সারাদেশ

সুনামগঞ্জের সাংবাদিক আবেদ মাহমুদ আর নেই

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের পরিচিত মুখ, বেসরকারি টিভি আরটিভির সুনামগঞ্জে কর্মরত স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী আর নেই। বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পারিবারিক সিদ্ধান্ত নিয়ে তার নামাজে যানাজার সময় নির্ধারণ করা হবে পরে। এদিকে সাংবাদিক আবেদ মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap