দিরাইয়ে স্বেচ্ছায় লকডাউনে দুই গ্রাম

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার দুইটি গ্রাম সেচ্ছায় লকডাউন করেছে গ্রামবাসী। গ্রামগুলো হলো পৌর সদরের নতুন বাগবাড়ি ও আনোয়াপুর (একাংশ)। দিরাই বাসষ্ট্যান্ড সংলগ্ন নতুন বাগবাড়ি গ্রামের দুই দিকের প্রবেশ দ্বারে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বসানো হয়েছে পাহারা। গ্রামের যুবকদের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগীতায় এ লকডাউন চলছে গ্রামটিতে। এমনটি জানিয়েছেন ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও গ্রামের বাসিন্দা সবুজ মিয়া। গ্রামের যুবক মির্জা ইসলাম ও রায়হান হোসেন বলেন, মুরুব্বিগণসহ গ্রামের সবার সাথে আলোচনা ও মতামত নিয়ে আমরা যুবকরা আমাদের গ্রাম লকডাউন করেছি। তারা বলেন, আমরা প্রবেশদ্বারে পাহারায় আছি। বাইরের কাউকে প্রয়োজন ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছেনা। অতি প্রয়োজনে বাইরের কেউ গ্রামে ঢুকতে চাইলে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়। অথবা যাকে প্রয়োজন তাকে মোবাইল কলের মাধ্যমে ডেকে দেয়া হয়। প্রয়োজন ছাড়া গ্রামের কাউকে গ্রামের বাইরে যেতে দেওয়া হয় না। এদিকে একইভাবে আনোয়ারপুর এলাকার গার্লস স্কুল সড়কের যুবকদের উদ্যোগে সড়ক এলাকা লকডাউন করা হয়েছে। এসড়কের বাসিন্দা শাহিয়ান কানন জানান, সড়কের বাসিন্দা প্রায় ৩৫ টি পরিবারের সিদ্ধান্তে আমরা নিজেরাই স্বেচ্ছায় লকডাউন করেছি। বিশেষ প্রয়োজনে কেউ আসলে কিংবা বাইরে গেলে প্রবেশদ্বারে সাবান দিয়ে হাত ধোয়া ও জীবাণুনাশক ব্যবহার করাচ্ছে আমাদের লোকজন।