দুর্গতদের পাশে বিরামহীন ছুটে চলেছেন আ.লীগ নেতা আসাদ উল্লাহ

দিরাই প্রতিনিধি ঃ দিরাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আসাদ উল্লাহ চলমান করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিরামহীন ছুটে চলেছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে পৌর সদরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আশ্রয় নেয়া বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ফারুক আহমদ সরদার, কলিম উদ্দিন, কামরুজ্জামান, কামনাশীষ রায় লিটন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা শাহিয়ান কানন, বাপ্পী হাসান, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমদ, রুহুল আমিন শুভ, মির্জা ইসলাম প্রমুখ।