সারাদেশ
দিরাইয়ে হাবিব বেকারি ও হ্যাপি বস্ত্রালয়কে ৫০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে ২ ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে দিরাই পুর্ব বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। এসময় দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কে এম নজরুল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সফি উল্লাহ জানান, ভেজাল খাবার বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৩০ হাজার টাকা ও করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় হ্যাপি বস্ত্রালয়কে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।