সারাদেশ
দিরাইয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুলঞ্জ ও তাড়ল ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র এবং গ্রামে গ্রামে পানি বন্দী শতাধিক পরিবারকে এই ত্রাণ পৌঁছে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী। এসময় দুই ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।