সাহিত্য
আসল নকল

নকল নিয়ে বড়াই করি করি নকল অহংকার, নকল এখন ঘাতক ব্যাধি নকল মেধার অলংকার।
নকল যে হয় গানের সুরে কবিতা আর ছড়ায়, পরীক্ষাতেও নকল চলে নকল লেখাপড়ায়।
নকল হচ্ছে কলের মেশিন নকল হচ্ছে পাখা, নকল হচ্ছে অফিস কেবিন নকল হচ্ছে টাকা।
আসল তবু উঁকি মারে এই নকলের ভিড়ে, নকলটাকে ফেললে ছুড়ে আসল পাবে ফিরে।