সারাদেশ
দুই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিলো দিরাই থানা গ্রুপ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত বিল্লাল মীর (৪০) ও উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের হাফিজ নিজাম উদ্দিনের অসুস্থ স্ত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘দিরাই থানা গ্রুপ’ (DTG)। সোমবার রোগাক্রান্তদের বাড়ি গিয়ে তাদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন গ্রুপের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বকুল আহমেদ চৌধরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবুওয়াক্কাছ খান সুমন, সিনিয়র সদস্য সুফিয়ান সর্দার মিলাদ, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান বুলবুল, সদস্য মিজান ইসলাম।