সারাদেশ
দিরাইয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাস্ক বিতরণ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আতাউর রহমানের হাতে মুক্তিযোদ্ধাদের জন্য মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপদেষ্টা কানাই লাল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত প্রমুখ।