দিরাইয়ে আলোকিত উমেদনগর’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঈদ উপহার বিতরণ

বিশেষ সংবাদদাতা ঃ কল্যাণমূলক কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন আলোকিত উমেদ নগর-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
ইতোপূর্বে গঠিত আহবায়ক কমিটি কর্তৃক গঠিত দুবছর মেয়াদী ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, উপদেষ্টা পরিষদ : প্রধান উপদেষ্টা মো. হুমায়ূন খান, নির্বাহী বিষয়ক উপদেষ্টা মো: বজলু মিয়া, মো: তছকির মিয়া, মো: জজ মিয়া, মো: কয়েছ আলী খান, পরিচালনা বিষয়ক উপদেষ্টা মৌলানা আশিকুল ইসলাম। এছাড়া উপদেষ্টা পরিষদে আছেন মো: আব্দুল আহাদ (প্রবাসী কল্যাণ ও সংগঠন বিষয়ক), সৈয়দ মনসুর আলম (শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক), মো: শিহাব উদ্দিন (অর্থ ও পরিকল্পনা বিষয়ক), মো: জাকারিয়া আহমেদ (সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক), মো: অলিউর রহমান (স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক), মো: ফরহাদ রহমান (সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক), মো: ছামান মিয়া, (দপ্তর ও প্রচার বিষয়ক)। এছাড়া উপদেষ্টা পরিষদের শুন্য দুই পদে যথাশীঘ্র পূরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
পরিচালনা পরিষদ যারা আছেন: ১। মো: সোহেল মিয়া, পরিচালক ২। মো: তোফায়েল আহমেদ, যুগ্ম পরিচালক ৩। সৈয়দ সুফি আলম, যুগ্ম পরিচালক ৪। মো: টুনু মিয়া, যুগ্ম পরিচালক ৫। মো: ছাতির মিয়া, সচিব ৬। মো: তোফায়েল আহমেদ (সায়েম), যুগ্ম সচিব ৭। মো: আজহারুল ইসলাম, যুগ্ম সচিব ৮। মো: কাউছার আলী খান, সহকারী সচিব (অর্থ ও পরিকল্পনা) ৯। মো: সবুজ আহমেদ, সহকারী সচিব (সাংগঠনিক) ১০। মো: তাফাজ্জুল ইসলাম, সহকারী সচিব (দপ্তর ও প্রচার) ১১। মো: সুয়েব মিয়া, সহকারী সচিব (শিক্ষা ও সমাজকল্যাণ) ১২। মো: রুবেল আহমেদ, সহকারী সচিব (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া) ১৩। মো: ফারহান আলী খান, সহকারী সচিব (স্বাস্থ্য) ১৪। মো: আশরাফুল মিয়া, সদস্য ১৫। মো: খালেকুজ্জামান মিয়া, সদস্য ১৬। সৈয়দ বদরুল আলম, সদস্য ১৭। মো: মানিক মিয়া, সদস্য ১৮। মো: বায়েজিদ মিয়া, সদস্য ১৯। মো: আলমগীর মিয়া, সদস্য ২০। মো: রাজিব মিয়া, সদস্য।
গ্রুপ এ্যাডমিন পরিষদ: ১। মো: কাউছার আলী খান, এ্যাডমিন (মেসেঞ্জার গ্রুপ) ২। ফাহাদ মোহাম্মদ, এ্যাডমিন (এফবি গ্রুপ) ৩। মো: তোফায়েল আহমেদ, এ্যাডমিন (এফবি গ্রুপ), ৪। সৈয়দ সুফি আলম, এ্যাডমিন (এফবি গ্রুপ) ৫। মো: তাফাজ্জুল ইসলাম, মডারেটর (এফবি গ্রুপ)।
এদিকে অদ্য ২৮ জুলাই মঙ্গলবার দেশে ও প্রবাসে অবস্থিত উমেদনগরবাসীর আর্থিক সহযোগিতায় গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।