আন্তর্জাতিক
চন্ডিপুর এসোসিয়েশন ইউকে সভাপতি টিপু চৌধুরীর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিরাই উপজেলাবাসীসহ দেশবিদেশের মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবামুলক সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকে সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ টিপু চৌধুরী। শুভেচ্ছা বিবৃতিতে পবিত্র ঈদুল আযহায় সবার সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে টিপু চৌধুরী বলেন, ঈদের সময় দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। ইদুল আযহার ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল হিংসা-দ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।