দিরাইবাসীকে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়’র ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দিরাইবাসী ও দেশবিদেশের মুসলিম সম্প্রদায়ের লোকজনদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তি, সহমর্মিতা ত্যাগ ও ভ্রাতৃত্ববােধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা সমাগত। এথেকে মর্মবাণী ধারন করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে আমরা সকলে সুন্দর, সমৃদ্ধ, মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ তথা দেশ গঠনের দৃপ্ত শপথ গ্রহণ করি। বিশ্ব ভরে উঠুক শান্তি সৌন্দর্যে। সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করে পবিত্র ঈদ-উল -আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হােক এই কামনা করি। আসুন আমরা সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজকে আলোকিত করি। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উদযাপনের আহবান জানান প্রদীপ রায়।