দিরাই শাল্লাবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ড. জয়া সেনগুপ্তা এমপির

নিউজ ডেস্ক ঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিরাই শাল্লাবাসীসহ দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
অনলাইন সংবাদমাধ্যম ‘কলম শক্তি ডটকম’ কে দেয়া শুভেচ্ছা বাণীতে তিনি সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন। ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, কোরবানির মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। তিনি বলেন, গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটি বাংলাদেশের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। সকল ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। কোরবানির শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।
ড. জয়া সেনগুপ্তা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ও প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তরা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অসহায়ের দিকে সামর্থ্যবানদের হাত প্রসারিত করতে হবে। তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক উৎসর্গ ও ত্যাগের মহিমা।” সামাজিক দুরত্ব বিধি মেনে ঈদ আনন্দ উপভোগ করতে আহবান জানান তিনি।