রাজানগর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রানা মিয়া’র ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি ঃ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সর্বস্তরের সকলকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদল নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজানগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রানা মিয়া৷ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের মধ্যে ত্যাগের মহিমান্বিত বার্তা নিয়ে আসে। আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌর্হাদ্যের বন্ধনকে আরো মজবুত করে। মানুষে মানুষে ভেদাভেদ না করার শিক্ষা দেয়। ঈদুল আযহা’র ত্যাগের শিক্ষা আমাদের বাস্তব জীবনে অনুসরণ করে সুখী ও সুন্দর সমাজ বিনির্মানে সকলকে কাজ করার আহবান জানান মো. রানা মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ব্যক্ত করে ব্যবসায়ী রানা মিয়া বলেন, পিছিয়ে পড়া অনুন্নত রাজানগর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন পরিষদে রুপান্তর ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখদুঃখের সাথী হতে নির্বাচনে প্রার্থী হতে মনস্থির করেছি। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।