সারাদেশ

দিরাইবাসীসহ দেশবিদেশের সবাইকে মাসুক সরদারের ঈদ শুভেচ্ছা

কলম শক্তি ডেস্ক ঃ উৎসর্গ ও ত্যাগের মহান শিক্ষা এবং উৎসবের আমেজ নিয়ে, আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদ – উল – আযহা। ঈদুল আযহা উপলক্ষে দিরাইবাসীসহ দেশবিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যম কলম শক্তি ডটকম’র প্রধান সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার। বার্তায় তিনি বলেন – সকল মুসলিম ভাইবােনদের আন্তরিক শুভেচ্ছা ও মােবারকবাদ জানাই ( ঈদ মােবারক )। হিজরী দিনপঞ্জি পরিক্রমায় মুসলিম উম্মাহর আনন্দ’ময় দিন ঈদুল আযহা সমাগত । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল মুসলিম জনগােষ্ঠীকে জানাই় মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। পবিত্র ঈদ-উল আযহা’র ইতিহাস,মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আঃ) স্বীয় পুত্র হযরত ইসমাইল ( আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম ( আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালােবাসার যে দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় সকল মুসলিম উম্মাহর জন্য। আমরা প্রতি বছর মহান আল্লাহ’তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। তিনি আরও বলেন,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সামর্থ্যবান সকল মুসলিম’গণ মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে। আর নিজ হাতে লালন পালন করা পশু কোরবানি দেওয়া সব থেকে উত্তম। পবিত্র ঈদ-উল – আযহা আমাদের পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও আত্মত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল আযহা’র প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার মধ্য দিয়েই এই উৎসবের পরিপূর্ণতা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap