সারাদেশ
আজিজুর রহমান বুলবুল’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

সুনামগঞ্জের দিরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান বুলবুল পৌরবাসীসহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কোভিট-১৯ এর কারণে সমস্ত মানবজাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বৈশ্বিক এই মহামারীর মধ্যেই ভাটিতে তিন দফা বন্যায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনই সংকট সময়ে মুসলিম জাতির মহা উৎসব পবিত্র ঈদুল আযহা সমাগত । এমন পরিস্থিতি থেকে মানব জাতিকে উত্তরণের জন্য মহান আল্লাহ পাকের দরবারে সবাই দোয়া করি। পবিত্র ঈদুল আযহার ত্যাগের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটুক। এই পবিত্র দিনের উছিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, সব ধরনের সংকট দূর করে দেন । দেশ ও জাতির মঙ্গল কামনা করে সরকারের সিদ্ধান্ত মেনে চলাচল করার আহবান জানান তিনি।
ক/শ (বিজ্ঞাপন)