সারাদেশ

যুবলীগ নেতা ফারুক সরদার’র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দিরাই উপজেলার সর্বস্থরের যুবলীগ নেতাকর্মীসহ উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ফারুক আহমদ সরদার। শুভেচ্ছা বার্তায় যুবলীগ নেতা বলেন, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা খুশির ও ত্যাগের মহিমান্বিত আহবান নিয়ে আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের ধনী-গরীবের ভেদাভেদ ভুলে এক কাতারে সহাবস্থানের শিক্ষা দেয় । ঈদের দিনে মানুষ সকল হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- ‘পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু ত্যাগের শিক্ষাই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ শান্তি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap