দিরাই শাল্লাবাসীকে সাবেক এমপি নাছির চৌধুরীর ঈদ শুভেচ্ছা

ডেস্ক ঃ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা, দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী দিরাই শাল্লাবাসীসহ সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের মনে আনন্দ নেই। এক সংকটময় মুহূর্তে বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। খুশির ঈদ বয়ে আনুক সবার জীবনে শান্তির বার্তা, সুখ সমৃদ্বির মধ্য দিয়ে যেন কাটে দেশের প্রতিটি মানুষের ঈদ। পবিত্র ঈদের আনন্দের মধ্য দিয়ে যেন আমরা যেন অর্জন করতে পারি আমাদের নায্য অধিকার। তিনি আরো বলেন মুসলিম উম্মাহর বিশেষ একটি আনন্দের দিন হচ্ছে ঈদ আর ঈদে কুরবানী হচ্ছে মহান আল্লাহর নির্দেশিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তার মধ্য দিয়ে হাজারো মানুষের সমাগম হয়েছে পবিত্র মক্কা মনোওয়ারায়। সকলের হজ্ব আর কুরবানী যেন মহান আল্লাহর কাছে নিখুঁত ও গ্রহনযোগ্য হয়, এই প্রত্যাশা ব্যাক্ত করছি। সবার সুস্বাস্থ্য কামানা করে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান তিনি।