দুই ছাত্রলীগ নেতার ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিরাই উপজেলার সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মী ও দেশবাসির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায়।
ঈদ শুভেচ্ছা বিবৃতিতে মো. সোহেল মিয়া বলেন, ‘ত্যাগ ও কুরবানির প্রেরণা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র ত্যাগের চেতনাকেই উজ্জীবিত করেনা, সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।’
রাজীব রায় শুভেচ্ছা বিবৃতিতে বলেন, সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
দুই ছাত্রলীগ নেতা উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে কাজ করতে বিবৃতিতে আহবান জানান।