সারাদেশ

দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের বানভাসি মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। শুক্রবার বেলা ৩ টায় পৌর সদরের সরকারি কলেজ, উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে শতাধিক বানভাসি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল ১ কেজি, ফর্টিফাইড তেল ১ লিটার, মসুরি ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সাগু ১ কেজি, বাদাম ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, এনার্জি বিস্কুট ১ প্যাকেট (বড় সাইজ)। বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, দৈনিক মানবজমিন দিরাই প্রতিনিধি মোশাহিদ আহমদ প্রমুখ ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap