সারাদেশ

দিরাই চরনারচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যুগ্ম সচিব জামশেদ আহমেদ

স্টাফ রিপোর্টার ::: দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জামশেদ আহমেদ।এসময় বিভিন্ন অনিয়ম পেয়ে ক্ষোভ প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে শ্যামারচর বাজারের অবৈধ স্থাপনা, নৌকা ঘাটের টুল আদায়ে অনিয়ম, সড়কের অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap