সারাদেশ
দিরাইয়ে নৌকাডুবিতে যুবক নিহত

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবিতে শিপলু মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মোঃ মাছিন্নুর মিয়ার ছেলে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিপলু মিয়া সিলেটস্থ ‘দি রেমন্ড শপ’র কর্মচারী, সিলেটে বসবাস করে। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে আসে। গ্রামের কয়েকজন বন্ধুদের নিয়ে মাছ ধরার ছোট্ট নৌকায় ওই দিন সে পার্শ্ববর্তী রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে বেড়াতে যায়। ফেরার পথে কালিয়াকুটা হাওরের আনোয়ার পুর গ্রামের নিকটবর্তী স্থানে নৌকা ডুবে যায়। স্থানীয় লোকজনের সহযোগীতায় নৌকায় থাকা বাকি সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও পানিতে তলিয়ে মৃত্যু হয় যুবক শিপলু মিয়ার ।