রত্নগর্ভা মা জিন্নাতুন নেছা চৌধুরীর মৃত্যুতে প্রদীপ রায়ের শোক

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের আব্দুল মান্নান চৌধুরীর সহধর্মিণী সৈয়দা জিন্নাতুন নেছা’র মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। শোক বিবৃতিতে তিনি জিন্নাতুন নেছা চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। উল্লেখ্য, সৈয়দা জিন্নাতুন নেছা চৌধুরী (৮২) বার্ধক্যজনিত কারণে বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে সিলেটস্থ আম্বরখানা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। রত্নগর্ভা মাতা সৈয়দা জিন্নাতুন নেছা’র ৫ ছেলের মধ্যে বড় ছেলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে আলআমিন চৌধুরী শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন আছেন। এছাড়া তাঁর ২ ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক এবং ১ ছেলে ব্যবসায় নিয়োজিত রয়েছেন।