সারাদেশ

করোনা মোকাবেলায় অদম্য যোদ্ধা ইউএনও শরিফুল

নিউজ ডেস্ক ঃ বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণেও জীবনের ঝুঁকি নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা চষে বেড়াচ্ছেন করোনাযুদ্ধের এক অদম্য যোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। কাজের ধারাবাহিকতায় তিনি প্রতিদিন সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে নিজ হাতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতনতা করে চলছেন। গত ৮ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়া কভিড-১৯ করোনাভাইরাসে উপজেলার বিভিন্নস্থানে অবিরাম ছুটে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। করোনার শুরুতেই লকডাউনে প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজসহ জনসচেতনতামূলক কাজগুলো অত্যান্ত দক্ষতার সাথে করে যাচ্ছেন তরুন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কিংবা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে ত্রাণ নিয়ে ছুটে চলছেন তিনি। তিনি আরো বলেন, করোনা একটি যুদ্ধ। চ্যালেঞ্জ নিয়ে সকলে মিলে এ যুদ্ধের মোকাবেলা করতে হবে। সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। নিজে সচেতন থেকে পরিবার পরিজনকে করোনা থেকে বাঁচাতে হবে। উপজেলা নির্বাহীকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমরা জনগণের সহযোগিতা চাই। জনগণের সহযোগিতা ছাড়া জাতীয় এই মহামারী মোকাবিলা করা দুঃসাধ্য। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন অতন্তপক্ষে বর্তমান সময়ে ডব্লিউএমডি মেনে চলেন। ডব্লিউ মানে ওয়াশ, এম মানে মাস্ক এবং ডি মানে ডিসটেনস। এ তিনটি শব্দ যদি আমরা মনের মধ্যে গেঁথে ফেলতে পারি তা হলে আমরা অনেকাংশে এই মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে পারব।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap