
স্টাফ রিপোর্টার : ১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ ১০ কোটি ৮৫ লক্ষ টাকা রেখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া। এসময় তিনি ১৩ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ২১২ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৮১০ টাকা আয় ও ২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্ধৃত দেখানো হয়েছে ১০ লক্ষ ২৪ হাজার ৮১০ টাকা। এছাড়া উন্নয়ন বরাদ্দ খাতে আয় ১০ কোটি ৯০ লক্ষ ৩৭ হাজার ২১২ টাকা, ব্যয় ১০ কোটি ৮৫ লক্ষ টাকা ও উদ্ধৃত ধরা হয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ২১২ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান জুয়েল, পৌরসভার সচিব মলয় ভট্টাচার্য, প্রধান সহকারী মুহিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।