দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান (অব.) আর নেই

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই পৌর সদরে অবস্থিত দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান (৯০) আর নেই। গুণি ও আদর্শবান শিক্ষক হিসেবে সর্বমহলে সমাদৃত শিক্ষক ফজলুর রহমান রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পৌর সদরের দোওজ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ৬ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক শিক্ষক ফজলুর রহমানের মৃত্যুতে তাঁর অসংখ্য ছাত্র ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শোক ও সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ফজলুর রহমানের জানাজার নামাজ আজ সোমবার (১০ আগস্ট) তাঁর দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত দিরাই মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকল মুসলিম সম্প্রদায়ের লোকদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমদের ৫ম পুত্র ব্যবসায়ী আমিরুল ইসলাম বাপ্পু। শিক্ষক ফজলুর রহমান জীবনের ৩৫ বছর দিরাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর নেন। নম্র, ভদ্র ও বিনয়ী, সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব, আদর্শ শিক্ষকের প্রতিকৃতি ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।