দিরাই থানা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম ও ছিন্নমূলদের মধ্যে খাবার বিতরণ

দিরাই প্রতিনিধি: ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা গ্রুপের (DTG) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং এতিম ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ৩ ঘটিকার সময় উপজেলা সদর এতিমখানায় সংগঠনের সদস্য ও এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আহমদ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শতাধিক এতিম ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি বকুল আহমেদ চৌধরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম সায়েম, সহসাধারণ সম্পাদক ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহান আহমেদ রনি, সহ সাংগঠনিক সম্পাদক আবুওয়াক্কাছ খান সুমন, সিনিয়র সদস্য সুফিয়ান সর্দার মিলাদ, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব খান, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান বুলবুল, সদস্য মিজান ইসলাম, সাজু আহমেদ, আলমগীর হোসাইন, আলমগীর খান, মাহমুদুল হাসান প্রমুখ।