দিরাইয়ে শোকে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, ইসলামিক ফাউণ্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। বেলা ১১ টায় গণমিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, থানার ওসি আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহা, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, প্রশান্ত সাগর দাস, আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ প্রমুখ। আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।