জাতীয়

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিরাই-শাল্লাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

বিশেষ সংবাদদাতা ঃ মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিরাই শাল্লাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাংসদ ড. জয়া সেনগুপ্তা। পুষ্পার্ঘ্য অর্পন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, ৭৫ এর ট্রাজেডি বাঙালির জাতির জীবনে একটি কলংকিত অধ্যায়। আমরা এখনো শোকে মূহ্যমান। সেদিন স্বাধীনতা বিরোধীদের ইন্ধন ও যোগসাজশেই এই বীভৎস ও নারকীয় হত্যাকান্ড ঘটেছিল। এই দিন জাতির শোকের দিন। এদিনে আমি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বজনসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এসময় সাথে ছিলেন দিরাই-শাল্লা কেন্দ্রীক গ্রো ফাউন্ডেশনের অন্যতম সদস্য পঙ্কজ দেব, মোঃ আনাস, সাংসদের ব্যক্তিগত সচিব পিন্টু হাউই প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap