সারাদেশ
জাতীয় শোক দিবসে দিরাইয়ে ছাত্রলীগের শোকর্যালি আলোচনা সভা

দিরাই প্রতিনিধি ঃ বাঙালির অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আফজাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রায়, উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী, আরিফুল হক, মির্জা ইসলাম, পুলক তালুকদার, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব নূর, যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন, সাগর আহমেদ, আলী হায়দার প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।