সারাদেশ

জাতীয় শোক দিবসে দিরাই উপজেলা খেলাঘরের ভার্চুয়াল সভা

দিরাই প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিরাই উপজেলা খেলাঘরের আয়োজনে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১ টার দিকে দিরাই উপজেলা খেলাঘরের সভাপতি সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে এই জুম মিটিং অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শুক্রবার এই ভার্চুয়াল জুম মিটিংয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে সকল অংশগ্রহণকারীর কাছে একটি চিঠি প্রেরণ করা হয়। জুম মিটিংয়ে অংশ গ্রহন করেন ভাটিবাংলা সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা বিদ্যুৎ বিহারী রায়, উপজেলা খেলাঘরের সহ-সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক- প্রশান্ত সাগর দাস,সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ সরদার, সাংগঠনিক সম্পাদক- হিল্লোল পুরকায়স্থ,অর্থ সম্পাদক- শুভ দাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক-ঝুটন সুত্রধর, নির্বাহী সম্পাদক সুইটি সূত্রধর পূজা,দিরাই রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় শিপলু, কৃষ্ণ সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন,মহান ব্যক্তি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওপারে থাকলেও বেঁচে আছেন আমাদের মাঝে। তাঁর বিয়োগ অপূরণীয়। আজ তাঁর শাহাদাত বার্ষিকীতে আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap