সারাদেশ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিরাই প্রেসক্লাবের শ্রদ্ধা

দিরাই প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা বিদ্যুৎ রায়, প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থ প্রমুখ।