সারাদেশ
জাতীয় শোক দিবসে দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতি’র দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের সেন মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মুকুল চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাওলানা খালেদ আহমদ জায়িম’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হীরেন্দ্র দেবনাথ, সদস্য শাহজাহান মিয়া, সুয়েব আহমদ প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী।