সারাদেশ

দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহাম ইউকে’র ত্রাণ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহাম ইউকে’র অর্থায়নে সুনামগঞ্জের দিরাইয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর সদরের করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, ভোজ্য তেল, পিয়াজ, আলু, ময়দা, লবণ। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, ওসি আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, জেলা পরিষদ সদস্য নাজমুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, স্পেশাল ব্রাঞ্চের এসআই হারুন অর রশীদ, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কামনাশীষ রায়, সাংবাদিক ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ, যুবনেতা রায়হান চিশতী, সমাজকর্মী শাহিয়ান কানন, মাহফুজ আহমেদ, মাসুম আহমদ, ওমর ফারুক তপু প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap