সারাদেশ
দিরাইয়ে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি ঃ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর সদরের বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়। বক্তব্য রাখেন কাউন্সিলর সবুজ মিয়া, পুলিশের বিশেষ শাখার অফিসার হারুন রশিদ, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী। সভা পরিচালনা করেন বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই রিয়াজ।