প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক ঃ সিলেটের একটি অনলাইন নিউজ পোর্টালে ‘সুনামগঞ্জে শোক দিবস পালন করেননি মুকুট, চপল ও হুসনা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদের মুখে ওই সংবাদটি সরিয়ে নেয় নিউজ পোর্টাল কর্তৃপক্ষ। নেতাকর্মীরা বলছেন, প্রকাশিত সংবাদ ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়াই প্রমান করে সংবাদটি সম্পুর্ণরুপে বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও অশুভ শক্তির ফরমায়েশ তামিল।
এরআগে গত ১৬ আগস্ট সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসনা হুদাকে নিয়ে বিতর্কিত সংবাদটি প্রকাশিত হয়। তৃণমুল নেতাকর্মীরা জানান, অসুস্থতাজনিত কারণে আলহাজ্ব নুরুল হুদা মুকুট ঢাকায় অবস্থান করছেন। ১৫ আগষ্ট তাঁর নির্দেশনায় জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালভাবে তিনি সংযুক্ত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন। তাঁর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ জেলা পরিষদ ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল মাসাধিকাল ধরে কানাডায় অবস্থান করছেন। সেখান থেকে শোকদিবসের কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সাথে ফোনে সার্বক্ষনিক যোগাযোগ রেখে উপজেলা পরিষদ ও যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ অন্যান্য কর্মসূচি সফল করে তুলেছেন। তাঁর দিকনির্দেশনায় শতশত নেতাকর্মী জাতির পিতার শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সফল করে তুলেছেন। কিন্তু এরপরও নামসর্বস্ব নিউজ পোর্টালে কুচক্রীদের প্ররোচনায় এমন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। আওয়ামীলীগের দুর্দিনের বন্ধু নুরুল হুদা মুকুট, হুসনা হুদা ও খায়রুল হুদা চপলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এরা মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও এর নেপথ্যে ব্যক্তিদের মুখোশ উন্মোচনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।