সারাদেশ

বিবিয়ানা কলেজের প্রতিষ্ঠাতা সুফি মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

দিরাই প্রতিনিধি: দিরাই ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবিয়ানা মডেল কলেজের প্রতিষ্ঠাতা, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মো. সুফি মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে প্রয়াত সুফি মিয়ার জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ। প্রভাষক অনুকূল চন্দ্র দাস ও অমর চাঁদ সরকারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিবি সদস্য আলহাজ¦ শেখ ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক মোছা. ফঢজুন নাহার, জিবি সদস্য মো. মিলন মিয়া, রতীশ চন্দ্র রায়, ইসহাক মিয়া, মো. নজরুল ইসলাম ধন মিয়া, ফজলে এলাহি রাব্বী, মো. মন্নান মিয়া, সোপাল চন্দ্র দাস, শাহানুর আলম, সজল চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap