সারাদেশ

অনিশ্চয়তা আর অন্ধকার ঘিরে এসেছে দিনমজুর রফিকের জীবনে

নিজস্ব প্রতিবেদক ঃ দিনমজুর মো. রফিক, বয়স ৩৫। আনোয়ারপুর নয়াহাটি (বালুর মাঠ) পুর্বের নিবাস হলেও বর্তমানে রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে স্বপরিবারে বাস। ঠ্যালাগাড়িতে বালু পাথর টেনে ৩ শিশু সন্তান ও স্ত্রীর ভরণপোষণ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বছর দুয়েক আগে শরীরে বাসা বাধে কিডনীসহ জটিল কিছু রোগ। একবছর আগে এপেন্ডিসাইটিসজনিত সমস্যায় দুইটি অপারেশন করতে হয়েছে তাকে। সহায় সম্বল বলতে যা ছিলো সব খুইয়েছেন। শারিরীক সক্ষমতা না থাকায় উপার্জন বন্ধ দুবছর থেকেই। অসহায় রফিকের নিজের চিকিৎসা থেকে এখন বড় প্রয়োজন তিন শিশু সন্তান ও স্ত্রীর আহার সংস্থান। চরম এক অনিশ্চয়তা আর অন্ধকার ঘিরে এসেছে দিনমজুর রফিকের জীবনে। একটু আলোর প্রত্যাশায় সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। রফিক জানান, বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, যথাযথ চিকিৎসা পেলে কিডনি জটিলতা থেকে সুস্থ হয়ে যাবেন তিনি। হয়তো কিছু মহানুভব মানুষ তার পাশে দাঁড়াবেন। এ আশা নিয়েই বেঁচে আছেন তিনি। যোগাযোগ – (রফিক) 01733406968 (পার্সোনাল বিকাশ নম্বর)

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap