জাতীয়সারাদেশ

দিরাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডারে চলছে ইজিবাইক, দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক ঃ পাঁচ বছর পরপর যথাযথ কর্তৃপক্ষের সিলিন্ডার পরীক্ষার সার্টিফিকেট ছাড়া কোন গাড়ির ফিটনেস দেয় না বিআরটিএ। যানবাহনে সিলিন্ডার ব্যবহারে এই যখন কর্তৃপক্ষের বিধি, তখন নিয়মনীতির তোয়াক্কা না করে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার করে অবাধে চালানো হচ্ছে গাড়ি। প্রশাসনের নাকের ডগায় শহরের বিভিন্ন সড়কে অন্তত অর্ধশতাধিক ইজিবাইকে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যাত্রী আনা নেয়া করছে। ইজিবাইকের যাত্রী বসার সিটের নিচে উন্মুক্ত স্থানে সিলিন্ডার রেখে দেয়া হয়েছে। স্থানীয় ওয়ার্কশপের মেকানিক দ্বারা গাড়িতে সংযোজিত এসব সিলিন্ডারে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। মারাত্মক ঝুঁকি জেনেও সহজলভ্য আর সাশ্রয়ী হওয়ায় এপদ্ধতি বেছে নিয়েছেন ইজিবাইক মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইজিবাইক চালক জানান, আমাদের কিছু করার নেই। মালিক রান্নার সিলিন্ডার গাড়িতে লাগিয়ে দিয়েছেন, পরিবারের কথা মাথায় রেখে ঝুঁকি জেনেও গাড়ি চালাতে হচ্ছে। আরেক চালক বুলবুল আহমদ জানান, গ্যাস আনতে গেলে প্রায় ৪০ কিলোমিটার দূরবর্তী জেলা শহরে যেতে হয়। রান্নার গ্যাস সিলিন্ডার সব জায়গায় পাওয়া যায়, এছাড়া এতে খরচও কম। তাই, বাধ্য হয়েই আমরা রান্নার সিলিন্ডার ব্যবহার করছি। দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, গাড়িতে রান্নার এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার অনুমোদন নেই। কাজেই যারা এটি করছেন তারা অন্যায় করছেন। এসকল গাড়ি ও চালকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চলতি দায়িত্বপ্রাপ্ত ইউএনও ফারিয়া সুলতানা বলেন, রান্নার সিলিন্ডার দিয়ে গাড়ি চালানো যাবে না। এটি অন্যায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এসকল গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap