হৃদয়ে মন্ডলপুর যুবসংঘ ইউকে’র মতবিনিময় সভা

যুক্তরাজ্য প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের ইউরোপ ও আমেরিকায় বসবাসরত যুবাদের সংগঠন ‘হৃদয়ে মন্ডলপুর যুবসংঘের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪শে আগস্ট ২০২০) স্থানীয় সময় বিকাল ৩ ঘটিকায় পূর্ব লন্ডনের কমার্সিয়াল রোড়ের চিল গ্রিলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনিরুজ্জামান জুনেদের পরিচালনায় এবং সায়েক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুয়েল মিয়া, আমির সামাদ, দিলোয়ার হুসেন ( রাজু), জাবেদ হোসেন, জগরুল আহমেদ। ভার্চুয়ালভাবে সভায় যোগ দেন ফ্রান্স থেকে রিপন মিয়া, আমেরিকা থেকে দিনারুল ইসলাম এবং স্পেন থেকে নানু আহমেদ। সভায় বক্তারা নিজ গ্রামের আর্থসামাজিকতার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন । এছাড়া সংগঠনটির অর্থায়নে ইউনিয়নের বন্যা কবলিত ১২০ টি পরিবারকে সহায়তা প্রদান ও কলেজে ভর্তির জন্য ১৭ জন দরিদ্র ছাত্র -ছাত্রীকে আর্থিক অনুদান প্রদান সফল ভাবে সম্পন্ন হওয়ায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা।