এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিচ্ছে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের এসএসসি উত্তীর্ণ ৩৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা প্রদান করছে যুক্তরাজ্যস্থ চন্ডিপুর এসোসিয়েশন। আগামী ২০ সেপ্টেম্বর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদানের পাশাপাশি এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ৫ হাজার, এ প্রাপ্তদের ৩ হাজার, এ মাইনাস প্রাপ্তদের ২ হাজার ৫০০ ও বি প্রাপ্ত শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করে তুলতে আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে দিরাই বাজারস্থ এপেক্স শোরুমে চন্ডিপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, জগদল কলেজের সহকারী অধ্যাপক বদিউজ্জামান সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শিক্ষক আবু হেনা, জসিম উদ্দিন, বাবুল মিয়া, রুবেল মিয়া, যুবনেতা রায়হান চিশতী, রশিদ মিয়া, সমাজকর্মী মিশু আহমেদ প্রমুখ।