নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ফয়জুল্লাপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই-শাল্লা আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা। শাল্লা উপজেলায় কুশিয়ারা নদীর ভাঙনে হুমকিতে ছিল ফয়জুল্লাপুর গ্রাম। এ বছর বন্যায় বিদ্যালয়সহ গ্রামের দীর্ঘ এলাকজুড়ে ভাঙ্গন দেখা দেয়। এতে চরম দুশ্চিন্তায় পড়েন এখানকার বাসিন্দারা। জরুরি ভিত্তিতে এ ভাঙ্গন রোধে স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করলে অর্থ বরাদ্দ দেয় পানি সম্পদ মন্ত্রণালয়। উদ্বোধনকালে এমপি বলেন, বাঁধের কাজে কোন অনিয়ম চলবেনা। প্রয়োজনে বাড়তি নজরদারী রাখার জন্য গ্রামবাসীকে নির্দেশ দিয়ে তিনি বলেন, মন্ত্রনালয় এলাকার দুর্দশার কথা শোনামাত্রই আমার কথায় দ্রুত এই বরাদ্দ দিয়েছেন। সুতরাং বৈশ্বিক মহামারীর সময়ে আর্থিক সংকটে কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবেনা। এজন্য কমিটিকে অধিকতর সর্তকতার সাথে মনিটরিং বাড়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলার চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী মোহাম্মদ ইমরান, ইউএনও আল মুক্তাদির, দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম, শাল্লার ওসি মোরশেদ আলম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সুবল দাস, পাউবো’র মাঠ প্রকৌশলী রিপন আলী, দিরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা পুলক প্রমুখ। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে পাউবো’র এই জরুরি প্রকল্প বাস্তবায়ন হলে কুশিয়ারা নদীর ভাঙন থেকে ফয়েজুল্লাপুর গ্রামটি রক্ষা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।