জাতীয়সারাদেশ

দিরাইয়ে অবৈধ যানবাহন আটক জরিমানা

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে অননুমোদিতভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ইজিবাইক চালানো ও মাস্ক ব্যবহার না করায় পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রান্নার গ্যাস সিলিন্ডারে চালিত আরও দুইটি ইজিবাইক আটক করা হয়। বুধবার দুপুরে পৌর সদরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা। এসময় দিরাই থানার এসআই রুপক কর্মকার ও পুলিশ সদস্যরা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, এসিল্যান্ড কার্যালয়ের সহকারী লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা জানান, মাস্ক না পড়ায় দুই পথচারীকে ১ হাজার টাকা ও ইজিবাইকে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ও অননুমোদিতভাবে যান চালনাসহ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৪ টি যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারে চালিত আরও দুইটি ইজিবাইক আটক করা হয়। তিনি জানান, গত ২৬ ও ২৭ আগস্ট দুইদিনে একইভাবে রান্নার সিলিন্ডার ব্যবহার করে গাড়ি চালানোর দায়ে আরও ৫টি যানবাহকে জরিমানা করা হয়েছিল। এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিগত ২৩ আগস্ট বিভিন্ন পত্রিকায় “দিরাইয়ে রান্নার সিলিন্ডারে চলছে গাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap